শনিবার ২০ ডিসেম্বর ২০২৫ - ২০:০৫
রজব মাস আল্লাহর রহমতের সোপান

রজব মাস আল্লাহর রহমতের সোপান

প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জনের অপরিহার্যতা

হাওজা / আয়াতুল্লাহ দোরি নাজাফাবাদি রজব মাসের আগমনে শুভেচ্ছা জানিয়ে আল্লাহর নিয়ামতের কদর করা এবং জ্ঞান অর্জনের অপরিহার্যতার ওপর জোর দেন। একই সঙ্গে তিনি মসজিদগুলোকে যুবকদের ইতিকাফ আয়োজনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আজকের দরসে খারেজে আয়াতুল্লাহ দোরি নাজাফাবাদি পবিত্র রজব মাসের আগমন ও ইমাম বাকির (আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে এ সময়কে “আল্লাহর রহমতের সোপান” বলে উল্লেখ করেন এবং নিয়ামতের স্থায়িত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সাম্প্রতিক বৃষ্টিপাতের কথা উল্লেখ করে তিনি শোকরানা নামাজ আদায়ের আহ্বান জানান এবং জ্বালানি ব্যবহারে অপচয় পরিহারের ওপর জোর দেন। 

তিনি আরও বলেন, পানি সম্পদ ব্যবস্থাপনা ও বাঁধসমূহ রক্ষণাবেক্ষণে দায়িত্বশীলদের পাশাপাশি জনগণকেও সচেষ্ট হতে হবে।

তিনি আরও বলেন, রজব মাসকে রোজা পালন, লাইলাতুল রাগায়েব উদযাপন ও তাওয়াসসুলের এক বিশেষ সুযোগ হিসেবে উল্লেখ করেন এবং প্রদেশের মসজিদগুলোর প্রতি যুবক ও শিক্ষার্থীদের ইতিকাফের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

তিনি ইমাম বাকির (আ.), ইমাম সাদিক (আ.) ও আমিরুল মুমিনিন (আ.)-এর বর্ণিত হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন ফরজ এবং সেই জ্ঞান অনুযায়ী আমল করা দ্বীনের পরিপূর্ণতার একটি অংশ।

অনুষ্ঠানের শেষাংশে আয়াতুল্লাহ দোরি নাজাফাবাদি ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন ও ইরাকের নির্যাতিত জনগণের জন্য দোয়া করেন এবং সমাজের জ্ঞানগত চাহিদার জবাব দেওয়ার ক্ষেত্রে আলেমদের দায়িত্ব আগের চেয়ে আরও ভারী বলে উল্লেখ করেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha